আবার বাদুড়িয়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে , এবার বসিরহাট জেলার সাধারণ সম্পাদিকা আক্রান্ত, শ্লীলতাহানি , দেহরক্ষীদের মারধর ও গাড়ি ভাঙচুর বলে অভিযোগ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::বাদুড়িয়া :: মঙ্গলবার ১১,ফেব্রুয়ারি :: তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ । উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার বাদুড়িয়ার শিমুলিয়া এলাকার ঘটনা । বাদুড়িয়া থানায় অভিযোগ দায়ের ।

তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদিকা *সিরিয়া পারভিন রাতে বাড়ি ফেরার পথে আক্রান্ত হয় । তার গাড়ি আটকে ঘিরে ধরে গাড়ি ভাংচুর করা হয় , তাকে গাড়ি থেকে টেনে বের করে তার শ্লীলতাহানি করা হয় ,তৃণমূলেরই আর এক গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ । বাদুড়িয়ার *যশাইকাঠি পঞ্চায়েতের উপপ্রধান *তারিক হাসান* এর বিরুদ্ধে অভিযোগ ।

যদিও এই বিষয়ে যার বিরুদ্ধে অভিযোগ সেই *যশাইকাটি আটঘরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান *তারিক হাসান বলেন  আমার বিরুদ্ধে যে অভিযোগ করছেন উনি সেটা পুরোটাই মিথ্যে । তার কারণ উনিও আমাদের দলেরই একজন নেত্রী আমিও দলের একজন সৈনিক , আমি কেন উনার উপরে এরকম ভাবে আক্রমণ করব ।

পাশাপাশি এটাও বলেন যে_তিনি খবর পেয়ে ঘটনাস্থলে যান সমস্যার সমাধান করতে । তখন সেখানে বাদুড়িয়া থানার পুলিশ মজুদ ছিল । তাদেরই সামনে সব ঘটেছে । অতএব পুলিশি সব সবকিছু জানে এবং তারাই বলতে পারবে । সিরিয়া পারভীন আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 20 =