নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শনিবার ৯,নভেম্বর :: ফের বড়সড় রেল দুর্ঘটনা। এবার ঘটনাস্থল দক্ষিণ পূর্ব রেলওয়ের নলপুর। শনিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ শালিমার স্টেশনে যাওয়ার পথে নলপুরে দুর্ঘটনার মুখে পড়ে হাওড়া-সেকেন্দ্রাবাদ সাপ্তাহিক এক্সপ্রেস।
স্থানীয় সূত্রের খবর, নলপুর স্টেশনের কাছে আচমকা চলন্ত ট্রেন থেকে ছিটকে যায় ট্রেনটির ইঞ্জিন। ঘটনার জেরে লাইনচ্যুত হয় ট্রেনের তিনটি বগি। ঘটনায় হতাহতের খবর এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রেলের উদ্ধারকারী দল।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ডাউন ট্রেনটি নলপুর স্টেশনের ১ নম্বর লাইন দিয়ে যাচ্ছিল। সে সময়ই আচমকা ইঞ্জিন ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে ছিটকে ২ নম্বর লাইনে গিয়ে পড়ে। ঘটনার জেরে হাওড়া-সেকেন্দ্রাবাদ সাপ্তাহিক এক্সপ্রেসের পার্সেল ভ্যান-সহ তিনটি বগি লাইনচ্যুত হয়। বাকি দুটি প্যাসেঞ্জার বগির বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে অসমর্থিত সূত্রের খবর।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ট্রেনটির গতিবেগ কম ছিল। তা না হলে বড়সড় রেল দুর্ঘটনা ঘটতে পারত।