সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বিষ্ণুপুর :: শনিবার ২০,মে :: আবার শুট আউট বিষ্ণুপুরে । তাহলে কি বিরোধীদের কথাটাই ঠিক । পুলিশ প্রশাসনে নাকের ডগায় চলছে মাফিয়া রাজ ? বছর ২৮ এর আইজুল উদ্দিন মোল্লা গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন । তাকে নৃশংস ভাবে ধারালো অস্ত দিয়ে কোপানোও হয় বলে অভিযোগ ।
ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে দক্ষিণ ২৪ পরগনার অন্তর্গত বিষ্ণুপুরের সামালি মোল্লা পাড়ায়। এদিন রাতে চারজন দুষ্কৃতী মোটরসাইকেল চেপে এলাকায় আসে । প্রথমে ব্যাপক বোমাবাজি শুরু করেন । সেই সময় বাড়ির পাশে একটি চায়ের দোকানে বসে ছিল আইজুল । তাকে লক্ষ করে গুলি চালায় দুষ্কৃতীরা। এখানেই থেমে থাকেনি। মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে নিশংসভাবে তাকে কোপায় । এরপর একপ্রকার বিনা বাধায় তারা এলাকা ছাড়ে ।
আশঙ্কাজনক অবস্থায় আইজুলকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চঞ্চল্য সৃষ্টি । স্বাভাবিক ভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে । খবর পেয়ে তড়িঘড়ি এলাকায় পৌঁছায় বিষ্ণুপুর থানার বিরাট পুলিশ বাহিনী ।
বাড়ির সামনেই চা দোকানে খুন হতে হলো আইজুল উদ্দিনকে । কেন কে বা কারা এই ঘটনা ঘটলো তা বুঝে উঠতে পারছে না স্থানীয় মানুষজন । দেহ উদ্ধার এর পাশাপাশি ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । গোটা এলাকা এখনো যথেষ্ট থমথমে পরিবেশ । সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে চরম আতঙ্ক ।