নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভাঙড় :: মঙ্গলবার ১১,জুলাই :: পঞ্চায়েত ভোটের ফল বেরনোর আগেই আবারও হিংসা নিয়ে মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ভোট গণনার পরিস্থিতির দিকে নজর রাখতে রাজ্যপাল আজ দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় এবং ক্যানিং সহ বিভিন্ন জায়গা পরিদর্শন করবেন।
আজ সকালে তিনি বলেন, ‘বাংলায় ক্রমবর্ধমান হিংসার বিরুদ্ধে নিরলস লড়াই করা হবে। যারা হিংসা করে তাদের অভিশাপ লাগবে মানুষের। গুন্ডা ও আইন ভঙ্গকারীদের সমস্ত কর্তৃপক্ষ তাদের কড়া হাতে দমন করবে।’
তিনি আরও বলেন, ‘আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব যারা রাজনৈতিক কন্ট্রোল রুমে বসে এবং গুন্ডাদের গাইড বা রিমোট কন্ট্রোলে চালিত করে। এটি একটি সর্বাত্মক পদক্ষেপ হবে।
অবশ্যই খুব কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কারণ এই হিংসা নতুন প্রজন্মের ভবিষ্যতকে প্রভাবিত করছে। আমরা বাংলাকে নতুন প্রজন্মের বসবাসের জন্য একটি নিরাপদ জায়গা করে তুলব।’