কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ৯,ফেব্রুয়ারি :: সুজাপুরে প্লাস্টিক গোডাউনে আগুন। ভস্মীভূত ছয়টি গোডাউন। রবিবার ভোর প্রায় তিনটা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতির পরিমাণ প্রায় ৮০ লক্ষ। বিগত দিনেও সুজাপুরে প্লাস্টিক গোডাউনে আগুন লেগে লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।
এলাকার জনপ্রতিনিধিরা কালিয়াচকে দমকল কেন্দ্র তৈরি করার আশ্বাস দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত তা হয়নি। বারবার আগুন লাগায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। আর বারবার জনপ্রতিনিধিরা জমি জটের অজুহাত দেখিয়ে দিন পার করছে।
এদিন আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। দমকল আসে প্রায় দু ঘণ্টা পর। তখন ৬টি প্লাস্টিকের গোডাউন পুড়ে ছাই হয়ে যায়। হাবিব খান ওরফে অপ, সাকিরুল, আনিকুল হক ও আজিম শেখের সহ ৬জনের প্লাস্টিকের গোডাউন পুড়ে ছাই হয়ে যায়।
একটি প্লাস্টিক গোডাউনের মালিক সাকির হোসেন জানায়, রবিবার ভোর তিনটা নাগাদ গোডাউন গুলিতে আগুন লাগে। স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে দমকল কেন্দ্রকে খবর দেওয়া হলে তারা আসে পাঁচটায়।
ততক্ষণে ৬টি গোডাউন পুড়ে ছাই হয়ে যায়। কালিয়াচকে দমকল কেন্দ্র থাকলে এতটি ক্ষতি হতো না। বারবার আগুন লাগছে কিন্তু কালিয়াচকে দমকল কেন্দ্র তৈরি হচ্ছে না। যার ফলে ক্ষতির পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে।