সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: সোমবার ১৮,নভেম্বর :: আবাস যোজনার বাড়ি ফিরিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা পেলেন ডায়মন্ডহারবারের মড়িগাছির গৃহশিক্ষক আনিসুর রহমান।
প্রসঙ্গত, ২০২৪ এর আবাস যোজনার তালিকায় নাম আসে ডায়মন্ডহারবারের মড়িগাছির যুবক পেশায় গৃহ শিক্ষক আনিসুর রহমানের। ২০১৮ সালে সমীক্ষাতে পাকা বাড়ির জন্য নাম নথিভুক্ত করেন তিনি। তবে ২০২৪ সালের মধ্যে পাকা বাড়ি হয়ে যায় আনিসুরের।
তাই আবাস যোজনার তালিকায় নাম আসলে সেই বাড়ি ফেরত দেওয়ার জন্য লিখিতভাবে ব্লক প্রশাসনের কাছে আবেদন করেন। এই খবর সংবাদমাধ্যমে প্রচার হতেই ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার প্রতিনিধি দলকে আনিসুর রহমানের বাড়িতে পাঠান।
ডায়মন্ডহারবারের বিধায়ক পান্নালাল হালদার ও বিধানসভার দলীয় পর্যবেক্ষক সামিম আহমেদ সহ প্রতিনিধিদল বাড়িতে পৌঁছে সাংসদের পাঠানো শুভেচ্ছা বার্তা ও উপহার তাঁর হাতে তুলে দেন। সাংসদের পক্ষ থেকে অভ্যর্থনা ও শুভেচ্ছা বার্তা পেয়ে আপ্লুত গৃহশিক্ষক আনিসুর ।