নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গলসি :: রবিবার ২৯,ডিসেম্বর :: বাংলা আবাস যোজনার উপভোক্তাদের তথ্য পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমানের, গলসি এক ব্লকের শিড়রাই গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি ও পঞ্চায়েত পরিচালকদের বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় । পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পৌঁছায় গলসি থানার পুলিশ।
বিষয়টি নিয়ে বিজেপি সরব হয়ে অভিযোগ তোলে, গরিব মানুষের সঙ্গে প্রতারণা করছে পঞ্চায়েত প্রধান ও তৃণমূল নেতৃত্ব।স্থানীয়দের দাবি, পঞ্চায়েত অফিসের সামনে পুড়িয়ে দেওয়া কিছু কাগজ পড়ে থাকতে দেখে তারা তা মোবাইলে ভিডিও করেন।
এই ঘটনা প্রকাশ্যে আসার পর স্থানীয় মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং পঞ্চায়েতে ভিড় জমান। গ্রামবাসীদের অভিযোগ, বাংলা আবাস যোজনার ঘরের জন্য তাদের জমা দেওয়া নথি পুড়িয়ে দেওয়া হয়েছে, যা তাদের বঞ্চিত করার উদ্দেশ্যেই করা হয়েছে।