নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: শুক্রবার :: ১০,জানুয়ারি :: দাবি মত আবাস যোজনার কাটমানি না দেওয়ায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির বিরুদ্ধে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের শালবাড়ী ১ গ্রাম পঞ্চায়েতের প্রথম খন্ড বাঁশরাজা এলাকায়।
যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূল বুথ সভাপতি সুবলচন্দ্র বর্মনের। অভিযোগ গতকাল রাতে শালবাড়ী ১ গ্রাম পঞ্চায়েতের ৯/৩০ নম্বর বুথ প্রথম খন্ড বাঁশরাজা এলাকায় প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা চায় তৃণমূল বুথ সভাপতি সুবল চন্দ্র বর্মন।
টাকা দিতে অস্বীকার করায় সুভাষচন্দ্র দাস নামে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করে তৃণমূল বুথ সভাপতি। ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে শালবাড়ী জুড়ে। এ বিষয়ে বক্সিরহাট থানায় এটি লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানান সুভাষ চন্দ্র দাস।