আবাস যোজনা ঘরের তালিকায় নাম নেই এই অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েত অফিসে তালা মেরে বিক্ষোভ গ্রাম বাসীদের ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তুফানগঞ্জ :: বুধবার ২৭,নভেম্বর :: আবাস যোজনা ঘরের তালিকায় নাম নেই এই অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েত অফিসে তালা মেরে বিক্ষোভ গ্রাম বাসীদের । ঘটনা টি ঘটেছে তুফানগঞ্জ এক ব্লকের চিলাখানা এক গ্রাম পঞ্চায়েত এলাকায়।

স্থানীয়দের অভিযোগ আবাস যোজনা ঘর নিয়ে সার্ভের কাজ শুরু হলেও দীর্ঘ দিন থেকে চিলাখানা এক গ্রাম পঞ্চায়েত ৮১ ও ৪২ নম্বর বুথের বাসিন্দা ঘর থেকে বঞ্চিত রয়েছে । তারা বিষয়টি বহু বার গ্রাম পঞ্চায়েত প্রধান কে জানিয়েছে তারপর কোন কাজ হয়নি ।

তাই এদিন তারা গ্রাম পঞ্চায়েত কার্যালয় তালা মেরে বিক্ষোভ শামিল হন । গ্রাম বাসির দাবি ব্লক অফিস থেকে অধিকারী এসে বিষয়টি সমাধান না করলে তাদের আন্দোলন চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =