নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প নিয়ে এবার বিক্ষোভের ঢেউ আছড়ে পড়লো বিজেপি পরিচালিত বাঁকুড়ার কেঞ্জাকুড়া গ্রাম পঞ্চায়েতেও। বৃহস্পতিবার প্রধান বেদনা বাউরীকে তাঁর চেয়ার থেকে টেনে তুলে বাইরে এনে বিক্ষোভ দেখালেন ‘বঞ্চিত’দের একাংশ। আর ঐ ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি কেঞ্জাকুড়া গ্রাম পঞ্চায়েতে।
বিক্ষোভকারীদের দাবি, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে প্রথমে তাদের নাম থাকলেও মাত্র দু’ঘন্টার মধ্যে সেই তালিকা বদলে ফেলা হয়। নূতন ঐ তালিকায় যাদের বাড়ি রয়েছে তাদের নাম থাকলেও গৃহহীনদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়ছে বলে বিক্ষোভকারীদের অভিযোগ। এমনকি সিভিক ভল্যান্টিয়াররা এদিন মহিলা বিক্ষোভকারীদের ‘গায়ে হাত’ দিয়েছে বলেও তারা দাবি করেন।
কেঞ্জাকুড়া গ্রাম পঞ্চায়েতের আধিকারিক শ্যামল কুমার চ্যাটার্জী বলেন, অভিযোগ পাওয়ার বুধবার বিডিও এসেছিলেন। ওনার নির্দেশে পঞ্চায়েত অফিসে ড্রপ বক্স রাখা রয়েছে। প্রত্যেকে তাদের অভিযোগ ঐ ড্রপ বক্সে জমা করতে পারেন বলে তিনি জানান।