নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দিনহাটা :: শনিবার ১০,জানুয়ারি :: আজ দিনহাটা মহকুমার দিনহাটা ২ নং ব্লকের অন্তর্গত আবুতারা উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো বায়োমেট্রিক অ্যাটেনডেন্স ডিভাইস।
এই মহতী উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী তথা বামনহাট ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান দীপক কুমার ভট্টাচার্য।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়ন্ত বোস, দিনহাটা দুই নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মিলন সেন, নয়ারহাট গ্রাম পঞ্চায়েত প্রধান মহেশ বর্মন সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং বিদ্যালয়ের সমস্ত ছাত্র-ছাত্রী এবং অভিভাবকেরা।
এই উদ্যোগের বিষয়ে দীপক কুমার ভট্টাচার্য বলেন বর্তমানে প্রতিটি বিদ্যালয় এ ধরনের উদ্যোগ গ্রহণ করা উচিত কারণ বর্তমান সময়ে স্কুলে বিভিন্ন সমস্যার কথা বলে ছাত্র-ছাত্রীরা ছুটি নিলেও আদতে তারা অনেক সময় বাড়িতে যান না, বন্ধুবান্ধবকে সাথে নিয়ে অন্যত্র যায়
কিন্তু এই ডিভাইস চালু হলে অভিভাবকেরা জানতে পারবে কখন তারা বিদ্যালয়ে প্রবেশ করলো এবং কখন তারা বিদ্যালয় থেকে বেরিয়ে গেল। তিনি এই উদ্যোগের সাধুবাদ জানান।

