নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শনিবার ২২,ফেব্রুয়ারি :: আমতার মান্না এজেন্সির বিরুদ্ধে জাল ওষুধ বিক্রি করার অভিযোগ উঠল। অভিযোগ এই ওষুধের এজেন্সির মালিক মূলত ভিন রাজ্য থেকে এই জাল ওষুধ এনে রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন এজেন্সির মাধ্যমে সরবরাহ করত।
সূত্রের খবর সম্প্রতি ২৪ পরগনার একটি ওষুধের দোকানে এই জাল ওষুধ বিক্রয় বিষয়টি নজরে আসে সংশ্লিষ্ট ওষুধ কোম্পানির। দেখা যায় সংশ্লিষ্ট ওষুধ কোম্পানির কিউআর কোড এর সঙ্গে জাল ওষুধের কিউআর কোড মিলছে না। এরপরেই ওই ওষুধ কোম্পানি ড্রাগ কন্ট্রোলের আধিকারিকদের বিষয়টি জানান।।
এরপর ড্রাগ কন্ট্রোল আধিকারিকরা ঘটনার তদন্তে নামলে মূল চক্রী হিসাবে আমতার মান্না এজেন্সির নাম সামনে আসে। আর এরপরেই বৃহস্পতিবার তারা ওই এজেন্সিতে হানা দেয় এবং বিপুল পরিমাণ জাল ওষুধ উদ্ধার করে।
পাশাপাশি এজেন্সি সিল করে দেয় ড্রাগ কন্ট্রোল আধিকারিকরা। সূত্রের খবর ইতিমধ্যে ওই এজেন্সি ১ কোটি ৮৬ লক্ষ টাকার জাল ওষুধ বাজারে সরবরাহ করেছে।