নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাটোয়া :: আমবস্যা শুরু হতেই কালী মূর্তি তৈরি করার কাজ শুরু হয়ে যায়,পুজো শেষ হলে ভোরের আগে সেই মূর্তি বিসর্জন দিতে হয়। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ব্লকের কুরচিগ্ৰামে ন’ঠাকরুন পুজোর এটাই প্রথা। আর মূর্তি গড়ে সদ্যদিনে বিসর্জন দেওয়ার প্রথা বহুবছর ধরেই চলে আসছে।
কুরচির ন’ঠাকরুনের পুজো আনুমানিক ১০০০ বছরের পুরানো। কুরচির ন’ঠাকরুনের পুজো দূর-দূরান্ত থেকে ভক্তরা অংশ নেন। কাটোয়া ২ব্লকের করুই অঞ্চলের কুরচিগ্ৰামে একটি বটবৃক্ষের নিচে ন’ঠাকরুন মায়ের পুজো হয়।
এই পুজোকে কেন্দ্র করে কুরচি ছাড়াও আশাপাশের ৭ থেকে ৮ টি গ্ৰামের মানুষেরা মেতে ওঠেন। সোমবার পুজো দেখতে বহু মানুষ ভিড় জমিয়েছিল ন’ঠাকরুনতলায়। পুজো উপলক্ষে গ্ৰামে বসেছে মেলা।