নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: রবিবার ১০,আগস্ট :: ঘটনার একটা বছর অতিক্রান্ত হবার পরেও আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের খুনের ঘটনায় সঠিক বিচার না পাওয়ায় “আমরা দিদির বিচার চাই” এই স্লোগানকে এবং মৃত চিকিৎসকের প্রতিকী ছবি কে সামনে রেখে প্রতিবাদ মিছিল ও গণসমাবেশে কর্মসূচী।অংশ নিলেন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়ারা। শনিবার রাতে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের প্রোস্টেট সাইট থেকে বাঁকুড়া শহরের ভৈরবস্থান এলাকায় সার্কিট হাউস মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিলে পড়ুয়ারা অংশ নেয় মোবাইলের ফ্লাশ লাইট জ্বালিয়ে ।
তাদের দাবি একটাই ঘটনার একটা বছর অতিক্রান্ত হয়ে গেল তবুও এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে শাস্তি দেওয়া গেল না। তাই তাদের দিদি সঠিক বিচার না পাওয়া পর্যন্ত তারা রাস্তায় নেমে আন্দোলন করবেন। ঠিক যতদিন না সঠিক বিচার মিলছে এভাবেই লড়াই চালিয়ে যাবেন বলে দাবি করেন।
এর পাশাপাশি নবান্ন অভিযানে অংশ নিয়ে মৃত মহিলার চিকিৎসকের মায়ের উপর পুলিশে আক্রমণকে তীব্র প্রতিবাদ জানিয়েছেন চিকিৎসক পড়ুয়ারা এদিনের এই মিছিল অংশ নিয়ে।