নিজস্ব সংবাদদাতা :: হাওড়া :: সংবাদ প্রবাহ :: আগামী ৩০ জুন হাওড়ার শিবপুরের কাজিপাড়া থেকে গোলাবাড়ির পিলখানা পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে ১৬টি দলের বাম সংগঠন। ওই মিছিলের নেতৃত্ব দেবেন বিমান বসু। সাম্প্রদায়িকতা, তিস্তা শীতলাবাদকে গ্রেফতার, অগ্নিপথ, আনিস-কান্ড সহ একাধিক ইস্যু নিয়ে ওই মিছিল হবে।
সোমবার এক সাংবাদিক বৈঠকে একথা জানান সিপিএমের হাওড়া জেলা সম্পাদক দিলীপ ঘোষ। তিনি বলেন, যেভাবে গত কয়েকদিনে আমাদের মিটিং মিছিল করতে পুলিশ বাধা দিচ্ছে, আটকানো হচ্ছে তাতে আমরা ঠিক করেছি আগামী দিনে আমরা মিটিং মিছিল করতে আর কোনও অনুমোদন নেবনা।
তাঁর অভিযোগ, হাওড়া জেলার একাধিক জায়গায় মিছিল করতে গেলে পুলিশ আমাদের বাধা দিয়েছে। এটা সরকারের ত্রুটি, দুর্বলতা ঢাকা দেওয়ার জন্য একটা কাজ। যাতে আন্দোলন, সংগ্রাম না হয় তার জন্য এই সব কাজ করছে পুলিশ।
তিনি আরও বলেন, হাওড়ায় নির্বাচন যাতে হয় তার জন্য আমরাই প্রথম দলের পক্ষ থেকে মামলা করেছি। তার অর্ডার আসা সত্ত্বেও এখনও নির্বাচন হয়নি। একসময় বালি পুরসভাকে এবং হাওড়া পুরনিগমে যুক্ত করা হল। এখন বলছে আলাদা করা হবে।
আমরা আগে থেকেই বালি এবং হাওড়া পুরনিগমের আলাদা নির্বাচনের দাবি করেছিলাম। পুকুর বোজানো, প্রোমোটিংয়ের সম্পূর্ণ বিপক্ষে বামেরা। এই ঘটনা সত্য যে দোতলা বাড়ির অনুমোদন নিয়ে ৮ তলা বাড়ি হচ্ছে। পুকুর বোজানোর জন্য পরিবেশের সমস্যা হবে তা সকলেরই জানা।
এই নিয়ে বামেদের পক্ষ থেকে আন্দোলন করা হবে।পুকুর বোজানো, রাস্তায় জল জমে যাওয়া সহ একাধিক নাগরিক পরিষেবা নিয়ে জুন-জুলাই মাসে বোরো এবং পঞ্চায়েত অফিস ঘেরাও করা হবে।