নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: বুধবার ৯,অক্টোবর :: বাঁকুড়ার শুশুনিয়ায় আমরা সবাই দুর্গাপুর সমিতির পুজো মণ্ডপ উদ্বোধন করলেন বাঁকুড়ার অ্যাডিশনাল এএসপি সিদ্ধার্থ দর্জি, ছাতনা থানার আইসি সিদ্ধার্থ সাহা, শুশুনিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মালা বাউরি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা।
সংকটে শৈশব, কেদারনাথ পাহাড় সহ একাধিক থিমে বেশ কয়েক বছর তারা নজর কেড়েছিল। এবার ১৩ তম বর্ষের তাদের থিম কথাকলি। মূলত শাস্ত্রীয় নৃত্যের উপর তাদের এই থিম। মন্ডপের প্রত্যেকটি কোনায় কোনায় ফুটিয়ে তোলা হয়েছে শাস্ত্রীয় নৃত্যের প্রতিটি চিত্র।
বাঁকুড়ার অ্যাডিশনাল এএসপি সিদ্ধার্থ দর্জি বলেন “এই পুজো মন্ডপে এসে খুব ভালো লাগছে। আমি এর আগের বছরে এসেছিলাম এখানকার অ্যাম্বিয়েন্স আমাকে আকর্ষিত করে।” এছাড়া তিনি সাইবার সচেতনতা নিয়েও বেশ কিছু কথা বলেন।
শুশুনিয়া আমরা সবাই দুর্গোৎসব সমিতির সম্পাদক জানান ” আমরা এর আগে কেদারনাথ পাহাড়, শৈশবের সংকটসহ একাধিক থিম করেছিলাম দর্শনার্থীরা খুব ভালোভাবে উপভোগ করেছিল এ বছর নৃত্যশিল্পীদের কথা ভেবে এবং তাদের অনুরোধে আমাদের এই থিম দর্শনার্থী উপভোগ করবে”।