নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শুক্রবার ১৬,জানুয়ারি :: আমাদের উপর ভরসা রাখুন’, বেলডাঙার ঘটনা নিয়ে বার্তা মমতার। ভিনরাজ্যে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিককে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ।
ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিযায়ী শ্রমিকদের উপর হামলার ঘটনায় বিজেপি শাসিত রাজ্যগুলিকে নিশানা করলেন। বললেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছেন।
বেলডাঙায় বিক্ষোভে উস্কানি রয়েছে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে বলেন, “আমাদের উপর ভরসা রাখুন। পরিযায়ী শ্রমিকদের পাশে রয়েছে রাজ্য সরকার। সব ঘটনার বিচার হবে।”
এসআইআর প্রক্রিয়ায় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কেন গ্রাহ্য হবে না, এদিন সেই প্রশ্নও তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

