নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: বৃহস্পতিবার ০১,জানুয়ারি :: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে, কালনা পৌরসভায় প্রায় পাঁচ কোটি টাকার বিভিন্ন রাস্তা এবং ড্রেন তৈরির জন্য বরাদ্দ।
পূর্ব বর্ধমান জেলার কালনা পৌরসভার বিবেকানন্দ ভবন থেকে সব্যসাচী ক্লাব পর্যন্ত প্রেভার ব্লকের রাস্তার উদ্বোধন করলেন কালনা পৌরসভার পৌরমাতা রিনা ব্যানার্জি, সাথে উপস্থিত ছিলেন উপ পৌরপতি তপন পড়েল, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ বসু সহ বিশিষ্টরা।
পৌরমাতা রিনা ব্যানার্জি বলেন শুধু এই রাস্তায় নয়, দুলাল মুচি মোড় এলাকার এবং ১৩ নম্বর ওয়ার্ডের বসুন্ধরা ব্যাগ ফ্যাক্টরির সামনে সহ আরো বেশ কিছু রাস্তা আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে করা হচ্ছে।
কাউন্সিলর সন্দীপ বসু বলেন কালনার জনগণের কথা মাথায় রেখে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে উঠে আসা বিভিন্ন রাস্তা এবং ড্রেনের তৈরির কাজ চলছে। ইতিমধ্যেই কয়েকটি কাজ সম্পন্ন এবং কয়েকটি কাজ চলছে। প্রায় পাঁচ কোটি টাকা কাজ হবে কালনা পৌরসভা এলাকায় আমাদের পাড়া আমাদের সমাধানে

