আমাদের মুখ্যমন্ত্রী ধৈর্য্য দেখাচ্ছেন কিন্তু ধৈর্য্যের একটা সীমা আছে – ব্রাত্য বসু

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: শনিবার ৯,সেপ্টেম্বর :: উচ্চ শিক্ষা দফতরের কাছে কোনো তথ্য দেওয়া হচ্ছে না কাদের নিয়োগ করা হচ্ছে। রাজের সঙ্গে খেলা করা হচ্ছে । ছাত্র ছাত্রী দের ভবিষ্যত ধোঁয়াশার মধ্যে রাখা হচ্ছে । বিধান সভায় পাস করা উপাচার্য বিলকে অগ্রাহ্য করছেন রাজ্যপাল ।

অন্য রাজ্যের সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল তে রাজ্যপাল বিধান সভায় পাস হওয়া বিল যাতে আটকে না রাখে তাই বাঞ্ছনীয় । তাহলে রাজ্যপাল কি নিজেকে সুপ্রিম কোর্টের উপরে ভাবেন ? বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করতে তিনি চান না । ১২ জন উপাচার্য আজ বৈঠকে এসেছিলেন , রাজ্য পালের নির্দেশ উপেক্ষা করে ।

মমতা বন্দ্যোপাধ্যায় এর সময় উচ্চ শিক্ষায় পলিটিক্যাল আনুগত্যের ব্যাপার ছিল না তাই উচ্চ শিক্ষা এত উচু তে উঠেছে । মহম্মদ বিন তুঘলকের মত আচরণ করেছেন রাজ্যপাল । আমাদের মুখ্যমন্ত্রী ধৈর্য্য দেখাচ্ছেন কিন্তু ধৈর্য্যেরও একটা সীমা আছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 9 =