নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: রবিবার ৩০,মার্চ :: আমাদের যত স্টেকহোল্ডার আছে, সবার সঙ্গে গ্রাউন্ড লেভেলে মিটিং হয়েছে। কি কি করা যেতে পারে, কি কি করা যাবে না, সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। আজ সমস্ত অফিসারদের নিয়ে মিটিং হয়েছে।
কলকাতা শহরের বিভিন্ন জায়গার বর্তমান পরিস্থিতি বিচার করে পুলিশ অ্যারেঞ্জমেন্ট তৈরি করা হচ্ছে। সমস্ত স্পর্শকাতর জায়গাগুলিকে চিহ্নিত করা হয়েছে। যা গাইডলাইন আছে, সেগুলো ফলো করা হবে।
আমরা আশা করছি কোনও অপ্রীতিকর ঘটনা ঘটবে না। কেউ যদি অশান্তি ছড়ানোর চেষ্টা করেন, যারা অশান্তি ছড়ানোর চেষ্টা করবেন, তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিগত বছরগুলিতে হাইকোর্টের কি কি নির্দেশ আছে, সেগুলো সবাইকে জানানো হয়েছে। কোন কোন অস্ত্র নিয়ে মিছিল করা যাবে এবং কি কি নিয়ে মিছিলে যাওয়া যাবে না, সবাইকে জানানো হয়েছে এবং সেইমতো নির্দেশ দেওয়া হয়েছে।
কলকাতা পুলিশের তরফ থেকে সকলের কাছে আবেদন, কেউ কোনও গুজবে কান দেবেন না। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেক ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে। প্রয়োজন হলে স্থানীয় থানায় বিষয়টি জানিয়ে সঠিক তথ্য যাচাই করে নিতে পারেন। রামনবমীর দিন শহরে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা ব্যবস্থা রাখা হচ্ছে।