নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বৃহস্পতিবার ৮,ফেরুয়ারি :: বুধবার হাওড়ার সাঁতরাগাছিতে আয়োজিত একগুচ্ছ প্রকল্পের ভার্চুয়াল শিলান্যাস ও উদ্বোধন কর্মসুচির অনুষ্ঠান মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র হুংকার হেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ১০০ দিনের কাজ থেকে শুরু করে গ্রামীণ রাস্তা নির্মাণ, বাংলার বাড়ি প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পে এরাজ্য প্রথম ছিল।
কেন্দ্রীয় সরকার সেইসব প্রকল্প বন্ধ করে দিয়েছে। এই বঞ্চনার বিরুদ্ধে তিনি তাঁর আন্দোলন চালিয়ে যাবেন। তিনি বলেন, বাংলা কখনও মাথা নত করে না। বঞ্চনার বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে তাঁর চিরকালের লড়াই। তিনি আবেগ মথিত গলায় বলেন,
“আমার লড়াইয়ের আরেক নাম আন্দোলন। আমার জন্ম হয়েছে আন্দোলনের মধ্যে দিয়ে, আর মৃত্যুও হবে আন্দোলনের মধ্যে দিয়েই। আমার নাম আন্দোলন, আমার নাম সংগ্রাম।” তিনি বলেন, অনেক রকম সমস্যা থাকা সত্ত্বেও রাজ্য সরকার কেন্দ্রের কাছে ১ লক্ষ ১৬ হাজার কোটি টাকা পায়।
সে ক্ষেত্রও গত তিন বছর ১০০ দিনের কাজের ২১ লক্ষ্য মজুর তাঁদের কয়েক হাজার কোটি টাকা পাননি। কেন্দ্রীয় সরকার এই প্রকল্প বন্ধ করে দিয়েছে। তিনি বলেন, গরিব ও সাধারণ মানুষদের জন্য কিছু করতে পারলে তিনি নিজেকে ধন্য বলে মনে করেন। তাই রাজ্য সরকার এইসব মজুদদের প্রাপ্য টাকা প্রদান করবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
বৃহস্পতিবার রাজ্য বাজেট পেশ হবে। তারই প্রাক্কালে বুধবার মুখ্যমন্ত্রী গায়ে জ্বর নিয়ে সাঁতরাগাছির সভা থেকে হাওড়া সহ আরও কয়েকটি জেলার জন্য দরাজ হাতে বহু প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন। এদিন তিনি বিভিন্ন প্রকল্পের শিলান্যাসের জন্য ৭০০ কোটি টাকা মঞ্জুরের কথা বলেন।
তিনি বলেন, হাওড়া জেলা এক সময় বহু প্রাতঃস্মরণীয় ব্যক্তির পদধূলি ধন্য ছিল। বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর হাওড়ায় কিছুই ছিল না। তাঁর সরকার আসার পর হাওড়ার হাল ফিরেছে। জেলার ৯৫ শতাংশ মানুষের হাতে এখন তাঁরা কিছু না কিছু পৌঁছে দিতে পারছেন ।
এতদিন জেলার ১২ লক্ষ মানুষ বিভিন্ন পরিষেবা পেয়েছেন, এখন আরও দেড় লক্ষ মানুষ সরকারি পরিষেবার অন্তর্ভুক্ত হবেন। জেলার ৬ লক্ষ ৭৩ হাজার বাড়িতে নল বাহিত জল পৌঁছে দেওয়া হবে। ইতিমধ্যে ২ লক্ষ ৭৮ হাজার বাড়িতে জল পৌছে গিয়েছে।