নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: শনিবার ১৩,সেপ্টেম্বর :: ভারতীয় সংস্কৃতি ও সনাতন সংস্কৃতির একমাত্র প্রটেক্টর হল ভারতীয় জনতা পার্টি। নদিয়ার কৃষ্ণনগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথাই জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের মতুয়া সম্পর্কে মন্তব্যের প্রতিবাদে কৃষ্ণনগর রাজবাড়ী থেকে এক প্রতিবাদী মিছিল পোস্ট অফিসে এসে শেষ হয়। এর পরেই পোস্ট অফিস মোড়ে এক প্রতিবাদী সবাই যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা জানান, পশ্চিমবঙ্গে এসআইআর হবেই।এস আই আর এ বাদ যাবে, মৃত, ডবল ও ট্রিপল এন্ট্রি, অস্তিত্বহীন, রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানরা। ভারতীয় মুসলমানদের কোন চিন্তা নেই বলেই জানালেন শুভেন্দু অধিকারী।
এদিন যাদবপুরে ছাত্রী মৃত্যু নিয়েও শুভেন্দু জানান, এই মুখ্যমন্ত্রী যতদিন পশ্চিমবঙ্গে থাকবেন ততদিন সাধারণ বাড়ির ছেলে মেয়েরা পড়তে এসে খুন হবে।
এর আগে হাসখালি থেকে যাদবপুরে পড়তে গিয়ে এক পড়ুয়ার মৃত্যু হয়েছে তার বিচার এখনো পর্যন্ত হয়নি। গুলশান কলোনী সম্পর্কে ও মন্তব্য করতে শোনা গেল শুভেন্দু অধিকারীকে। এইরকম গুলশান কলোনি, নদীয়ার চাপরা এবং কালীগঞ্জেই রয়েছে বলেই মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতার।
এদিনও দীঘার জগন্নাথ মন্দির সম্পর্কে মন্তব্য করতে শোনা গেল রাজ্যের বিরোধী দলনেতাকে। পশ্চিমবঙ্গে যখন মন্দির বানানোর প্রয়োজন হবে সেটা সরকারি পয়সায় হবে না জনগণের কাছ থেকে চাঁদা তুলেই করা হবে বলে জানান শুভেন্দু। এসআইআর এবার হবেই আর এস আই আর হলে এক কোটি নাম বাদ যাবে বলে জানান শুভেন্দু অধিকারী।
এস আই আরের ভয়ে তৃণমূল থরথর করে কাঁপছে বলে কটাক্ষ রাজ্যের বিরোধী দলনেতার। রাজ্য সরকার ঘোষিত আমার পাড়া আমার সমাধানের সমালোচনা করতেও শোনা গেল শুভেন্দুর মুখে। কটাক্ষর সুরে রাজ্যের বিরোধী দলনেতা বলেন “আমার পাড়া তৃণমূল তাড়া!