নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: হাওড়া জেলা তৃণমূল কংগ্রেস গ্রামীণের চেয়ারম্যান ও উদয়নারায়নপুরের তিনবারের বিধায়ক সমীর পাঁজার ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক দেখা দিয়েছে। রাজনীতি থেকে বিদায় নেয়ার ইঙ্গিত দেওয়ার পর রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
তিনি ফেসবুকে লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ ৩৮ বছর ধরে রাজনীতি করে আসছেন কিন্তু এখনকার পরিস্থিতিতে তিনি বেমানান। তাই তিনি প্রশ্ন করেন যে রাজনীতিতে তাদের কি কোন রকম গুরুত্ব দেয়া হচ্ছে ? তাই আর কি আমার যাবার সময় হল দাও বিদায় অর্থাৎ প্রতি ছত্রে অভিমান ঝরে পড়ছে। তিনি কি রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন ?
এই নিয়ে তোলপাড় শুরু হয়েছে। রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় তিনি জানিয়েছেন যে সমীর পাঁজা দলের অনেক পুরনো কর্মী সিপিএম আমলে উদয়নারায়নপুরের মতন জায়গা বহু তৃণমূল কংগ্রেস কর্মী খুন হয়েছে।
তখন সমীর পাঁজা সাহসের সঙ্গে দল করেছেন এখন দলের সঙ্গে কোনও জায়গায় একটা দূরত্ব বেড়েছে। দল তার সঙ্গে কথা বলতে পারে, আমিও তার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলব। দলে অনুশাসন নেই মানছেন অরূপবাবুও।