আমি জানি, ব্যক্তিগতভাবে এর জন্য আমাকে চড়া মূল্য চোকাতে হবে। কৃষক, পশুপালক, মৎস্যজীবীদের স্বার্থরক্ষায় ভারত প্রস্তুত আমি তার জন্য প্রস্তুত রয়েছি – প্ৰধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা নিউজ ডেস্ক :: শুক্রবার ৮,আগস্ট :: আজ (৮ আগস্ট ২০২৫) দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি উচ্চ পর্যায়ের মন্ত্রী পরিষদের বৈঠক ডেকেছেন দুপুর ১টায় ঠিক করেছেন এই বৈঠকের সময় ।

এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্ত—ভারতের রপ্তানিতে ৫০% শুল্ক (tariff) বসানোর পরিপ্রেক্ষিতে । বৈঠকের মূল উদ্দেশ্য হল এই প্রভাবের গভীর বিশ্লেষণ এবং ভারতের কৌশলগত প্রতিক্রিয়া নির্ধারণ।

আমেরিকায় রপ্তানি করা ভারতীয় পণ্যে শুল্কের পরিমাণ বাড়িয়ে ৫০ শতাংশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথমে ২৫ শতাংশ, যা পরে আরও ২৫ শতাংশ বাড়িয়ে দেওয়া হয়। এই পরিস্থিতিতে শুক্রবার দুপুর ১টা নাগাদ উচ্চ পর্যায়ের ক্যাবিনেট বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

সূত্রের খবর, আমেরিকার এই শুল্ক আরোপের কী প্রভাব দেশের অভ্যন্তরীণ বাজারে পড়তে পারে সেসব বিষয় খতিয়ে দেখতেই এই বৈঠক করা হবে।

তেল আমদানি করা হচ্ছে রাশিয়া থেকে। এই কারণেই ভারতের উপর এই বাড়তি শুল্ক আরোপ করা হয়েছে। যদিও এর আগেই ভারত এবিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। বলা হয়েছিল, জাতীয় স্বার্থ এবং আন্তর্জাতিক বাজারদরের কথা মাথায় রেখে ভারত তার বাণিজ্যনীতি নির্ধারণ করে থাকে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘কৃষকদের স্বার্থ আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পেয়ে থাকে। ভারত কখনও কৃষক, গোপালক, মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে আপস করবে না।’ তাঁর কথায়, ‘আমি জানি, ব্যক্তিগতভাবে এর জন্য আমাকে চড়া মূল্য চোকাতে হবে। কিন্তু আমি তার জন্য প্রস্তুত রয়েছি। কৃষক, পশুপালক, মৎস্যজীবীদের স্বার্থরক্ষায় ভারত প্রস্তুত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =