আমি দিলীপ ঘোষ আমার হাত কাটলে হিন্দু রক্ত বেরোবে বিজেপির রক্ত বেরোবে। আমি যতদিন বেঁচে থাকব বিজেপি করবো।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দিঘা :: বৃহস্পতিবার ১,মে :: মুখ্যমন্ত্রী যখন ওল্ড দিঘাতে তখন নিউ দিঘার জগন্নাথ মন্দিরের সামনে সমুদ্রপাড় রাস্তায় হাঁটছেন দিলীপ ঘোষ। জগন্নাথ মন্দির দর্শন করতে এসে প্রশ্নের মুখে সম্মুখীন হন দিলীপ ঘোষ। তিনি বললেন, আমি দলবিরোধী কোন কাজ করিনি।

আমি সোজা পথে চলি, আজও চলছি। আগামী দিনেও চলবো। দল জানতে চাইলে সবকিছু জানিয়ে দেবো “। আরও বলেন ” আমি যতদিন দলের পদে ছিলাম, ততদিন দল ভালো করেছে। আমি সরে যেতে দল খারাপ ফল করতে শুরু করেছে।

যারা আমার নামে কুরুচিকর মন্তব্য করছে তাদের পিছনটা দেখুন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলে মানুষ হয়েছেন আজ খেয়ে মেখে বাঁচার জন্য বিজেপি  করছেন।

যারা আমার সমালোচনা করছেন তারা দিনে এক বিছানা রাত্রে অন্য বিছানা চারটে করে বিয়ে তারা আমার সমালোচনা করেছেন। আমি যখন বিজেপি সভাপতি ছিলাম তখন ৭৭ আজকে কেন কমলো। এমপি কমছে, জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত কমছে, প্রশ্ন করবেন না আপনারা।

আমি দিলীপ ঘোষ আমার হাত কাটলে হিন্দু রক্ত বেরোবে বিজেপির রক্ত বেরোবে। আমি যতদিন বেঁচে থাকব বিজেপি করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + ten =