নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভুম :: ফের নিজেকে নির্দোষ দাবি করলেন আনারুল। শুক্রবার বগটুই-কাণ্ডের মূল অভিযুক্ত আনারুল হোসেনকে থানা থেকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে তাঁকে রামপুরহাট আদালতে নিয়ে যায় সিবিআই । এদিন আদালত যাওয়ার পথে আনারুল জানান, “আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হচ্ছে। দেশের বিচারের উপর আস্থা আছে। নেত্রীর উপরে ভরসা আছে।”
বগটুই নারকীয় হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত বহিষ্কৃত তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট আনারুল হোসেন তাঁর গ্রেফতারি নিয়ে ব্যাখ্যা দিয়েছিলেন আগেই । রামপুরহাটের বগটুইয়ে হত্যালীলায় খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনারুলকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছিলেন । তারপরই গ্রেফতার করা হয় আনারুলকে ।এরপর ২৫ মার্চ ধৃত আনারুলকে রামপুরহাট মহকুমা আদালতে তোলার সময় তিনি নিজেকে নির্দোষ দাবি করেছিলেন । সেই সময়েও বলেছিলেন, ‘তাঁকে ফাঁসানো হয়েছে। নেত্রীর নির্দেশে তিনি আত্মসমর্পণ করেছেন।’ আজ ফের একই দাবি করলেন আনারুল ।