নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: রবিবার ১৭,মার্চ :: “আমি ভারত বলছি” ট্রাস্টের পক্ষ থেকে গীতা চর্চা ও গীতা পাঠ ও গীতা বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হল । রবিবার কোচবিহার শহরের পুরাতন পোস্ট অফিস পাড়ার মাঠে গীতা পাঠ ও গীতা চর্চার আয়োজন করা হয় । বিভিন্ন স্কুল কলেজ থেকে শুরু করে বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন ।
একযোগে ৫০০ কণ্ঠে গীতা পাঠ করা হয় ও প্রত্যেকের হাতে ট্রাস্ট এর পক্ষ থেকে গীতা তুলে দেওয়া হয়। ট্রাস্ট এর পক্ষ থেকে মুরারি কৃষ্ণ রায় জানান, আজকের অনুষ্ঠানের মূল উদ্দেশ্যটাই হল গীতার যে প্রয়োজনীয়তা সে বিষয়ে সবার কাছে তুলে । শুধুমাত্র গীতা কে লাল কাপড়ে ঠাকুর ঘরে রাখা নয় । শুধু বশ করার গীতা পড়বেন সেটাও নয়। যাতে প্রত্যেক ছোট থেকে বড় গীতা পাঠ করেন ও গীতা পড়েন সেই লক্ষ্যে এই অনুষ্ঠান।