“আমি ভীতু নই আর আমি মরার ভয় পাই না”- কুলপিতে বললেন নওশাদ সিদ্দিকী

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কুলপি :: বৃহস্পতিবার ২৮,মার্চ :: ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট ময়দানের লড়াইয়ের প্রস্তাব বারবার জানিয়েছে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকীর বারবার এহেনো মন্তব্যে সরগরম হয়ে ওঠে বাংলার রাজনীতি।

সম্প্রতি প্রথম পর্যায়ে আই এস এফ এর পক্ষ থেকে ২০২৪ লোকসভা নির্বাচনে লড়াইয়ের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে । সেই প্রার্থী তালিকায় নেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের নাম কিংবা ভাঙড়ে বিধায়ক নওশাদ সিদ্দিকীর নাম। এই প্রার্থী তালিকা প্রকাশের পর রাজনৈতিক মহলের একাংশ নওশাদ সিদ্দিকীকে তির্যকপূর্ণ মন্তব্য করতে ছাড়েনি।

অনেকে নওশাদ সিদ্দিকীকে ভীতু বলে আখ্যা দিয়েছে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী দাঁড়ালে গো হারান হারবে এমনটাই তৃণমূলের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে। কিন্তু সমস্ত জল্পনার ইতি টানলো না নওশাদ সিদ্দিকী।

বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর লোকসভা কেন্দ্রের আইএসএফের প্রার্থী অধ্যাপক অজয় কুমার দাসের সমর্থনে কুলপির আই এস এফের দলীয় কার্যালয়ে কর্মী বৈঠক করলেন ভাঙড়ে বিধায়ক তথা আইএসএফের সভাপতি নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী বলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করতে চাই।

প্রথম দিন থেকেই আমি এই কথা বলে আসছি এখনো পর্যন্ত আমি এই কথাই বলবো। জায়গা ছেড়ে দেওয়ার কোন প্রশ্নই ওঠে না। শুধু কয়েকটা দিনের অপেক্ষা। দলের সর্বোচ্চ নেতৃত্ব থেকে অনুমতি পেলেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে আইএসএফের হয়ে লড়াই করব। আমি ভীতু নই আর আমি মরার ভয় পাই না। আমাদের দলের দ্বিতীয় পর্যায়ে যে প্রার্থী তালিকা ঘোষণা হবে সেই প্রার্থী তালিকায় চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + twelve =