নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি ব্যুরো :: মঙ্গলবার ১৪,অক্টোবর :: বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তিতে বিপ্লব ঘটানোর লক্ষ্যে এবার ভারতকে কেন্দ্রবিন্দু করতে চলেছে গুগল। সংস্থাটি ঘোষণা করেছে, আমেরিকার পর তাদের দ্বিতীয় বৃহত্তম এআই হাব গড়ে উঠবে ভারতে।
এই উদ্যোগে আসছে হাজার কোটি টাকার বিনিয়োগ, যা দেশের প্রযুক্তি খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করা হচ্ছে। গুগলের এক মুখপাত্র জানান, “ভারতে এআই–এর বিপুল সম্ভাবনা রয়েছে।
এখানকার তরুণ প্রযুক্তিবিদ, স্টার্টআপ সংস্কৃতি ও ডিজিটাল পরিকাঠামোকে কাজে লাগিয়ে আমরা আগামী প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা সমাধান তৈরি করব।”
সূত্রের খবর, এই নতুন এআই গবেষণা কেন্দ্রটি বেঙ্গালুরু বা হায়দরাবাদে স্থাপনের সম্ভাবনা সবচেয়ে বেশি। গুগলের লক্ষ্য, ভারতীয় প্রতিভাকে কাজে লাগিয়ে জেনারেটিভ এআই, ভাষা মডেল ও স্থানীয় ভাষায় প্রযুক্তি উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটানো।
বিশেষজ্ঞদের মতে, এই বিনিয়োগে শুধুমাত্র কর্মসংস্থানই বাড়বে না, বরং ভারতের এআই ইকোসিস্টেমকে আন্তর্জাতিক মানের উচ্চতায় পৌঁছে দেবে। এক অর্থে, এটি ভারতের জন্য এক প্রযুক্তি–ঐতিহাসিক মুহূর্ত, যেখানে দেশটি বিশ্বের ডিজিটাল শক্তিধর রাষ্ট্রগুলির কাতারে আরও এক ধাপ এগিয়ে যাবে