বিদেশ ডেস্ক :: সংবাদ প্রবাহ :: শিকাগো :: মঙ্গলবার ২,সেপ্টেম্বর :: আমেরিকার একটি জনবহুল এলাকায় বন্দুকবাজের হামলায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৭ জনের, আহত হয়েছেন অন্তত ৪৭ জন। স্থানীয় প্রশাসন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিকাগোতে দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয়েছে অন্তত ৭ জনের। জখম ৪৭ জন। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, হঠাৎ করেই হামলাকারী এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে।
এখনও পর্যন্ত হামলার কারণ পরিষ্কার নয়। হামলাকারীর পরিচয় গোপন রাখা হলেও তাকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কঠোর ভাষায় ঘটনার নিন্দা করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।