নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ২৪,ডিসেম্বর :: বাবা সাহেব আম্বেদকর’কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে প্রতিবাদ হ’ল মালদার পাকুয়াহাটে।পাকুয়াহাট এলাকা পরিক্রমা করে,মালদা নালাগোলা রাজ্য সড়কের আম্বেদকর মূর্তির নিচে প্রতিবাদ জানান বামনগোলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ।
প্রসঙ্গত, সম্প্রতি রাজ্য সভায় বাবা সাহেব আম্বেদকর’কে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ উঠে। সেই অভিযোগ নিয়ে ক্ষোভ ছড়ায় বিভিন্ন মহলে। একই ইশ্যুতে বামনগোলার পাকুয়াহাটে প্রতিবাদ জানানো হয় বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।
উপস্থিত ছিলেন বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক সরকার, ও সহ-সভাপতি সনজিৎ বিশ্বাস,বামন ক্লাব ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সমীর কর্মকার, মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষা পূর্ণিমা বারুইদাস,