নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ৩,ডিসেম্বর :: জাতীয় সঙ্গীত অবমাননা, ডঃ বি.আর.আম্বেদকরের অবমাননা এবং আদিবাসীদের অপবিত্র বলা বিজেপি নেতাদের বিরুদ্ধে প্রতিবাদ সভা আয়োজন করেছে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস । প্রতিবাদ সভা থেকে বিজেপি নেতাদের বিরুদ্ধে কুকথা বলতে শোনা যায় জেলা তৃণমলের নেতা দেবু টুডু সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বদের।


প্রসঙ্গত, উল্লেখ্য বিধানসভায় কলসিতে করে গঙ্গাজল দিয়ে ধুইয়ে দেওয়া হল আম্বেদকর মূর্তির পাদদেশ । শুক্রবার সকালে শুভেন্দু অধিকারী ও বিজেপি বিধায়কদের বিক্ষোভে উত্তেজনা ছড়াল বিধানসভা চত্বরে । গত তিন ধরে ওই আম্বেদকর মূর্তির পাদদেশেই ধর্নায় বসেছিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, চোরেদের জন্য ওই স্থান অপবিত্র হয়েছে । তাই গঙ্গাজল ধুইয়ে স্থানটি পবিত্র করছেন তাঁরা।