নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: আয়কর দপ্তরের কর্মী বলে পরিচয় দিয়ে টাকা হাতানোর অভিযোগে গ্রেপ্তার এক যুবক। ঘটনাটি ঘটেছে রানাঘাট থানার অন্তর্গত রানাঘাট ভাংড়াপাড়া পাইকারি বাজারে। পাইকারি ব্যবসা দার শংকর সরকারের দোকানে গিয়ে পরিচয় দেয় আয়কর দপ্তরের কর্মী বলে। সেই সময় দোকানে ছিলেন না দোকানের মালিক শংকর সরকার।
বিশেষ কাজে তিনি ব্যাংকে গিয়েছিলেন স্ত্রীকে সঙ্গে নিয়ে। দোকানের কর্মচারীর কাছ থেকে ফোনের মাধ্যমে বিষয়টি জানতে পারেন। দোকানের কর্মচারীর কাছে হাজার টাকা দাবি করেন দ্রুত ওই ব্যক্তি। টাকা না দিলে ঊর্ধ্বতন আধিকারিকরা আসবেন বলেও হুঁশিয়ারি দেন। খবর পেয়ে দোকানে আসেন দোকানের মালিক শংকর সরকার।
তারপরেই বিষয়টি সন্দেহ হলে বাজার কমিটিকে জানান। বাজার কমিটির তরফ থেকে একাধিক ব্যবসায়ী সহ বাজারের সেক্রেটারি আসেন ঘটনাস্থলে। সন্দেহ হওয়ায় বিষয়টি রানাঘাট থানায় জানানো হয় রানাঘাট বাজার কমিটির তরফ থেকে। এরপর ঘটনাস্থলে পুলিশ আসে এবং ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য। তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।