আরজিকর কাণ্ডের প্রতিবাদে পেন ডাউন কর্মসূচি হাসপাতালের চিকিৎসকদের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: মঙ্গলবার ১৩,আগস্ট :: আর. জি. কর কান্ডের প্রতিবাদে সরব হয়েছে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালগুলি। রাজ্য ছাড়িয়ে দিল্লিতেও আরজিকর ধর্ষণকাণ্ডে প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে নেমেছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

এইবার সেই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হলেন বসিরহাট জেলা হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। মঙ্গলবার সকাল ১১.৩০ টা থেকে ১২.৩০ পর্যন্ত এক ঘন্টার পেন ডাউন কর্মসূচি গ্রহণ করলেন বসিরহাট জেলা হাসপাতাল ও বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের কর্তব্যরত প্রায় ৩৫ জন চিকিৎসক ও প্রায় ১৫০ নার্স ও নার্সিং স্টাফরা।

তাদের দাবি, আর. জি. করে যে ঘটনা ঘটেছে তার পুনরাবৃত্তি যাতে কোনোভাবে না হয় তার জন্য সমস্ত রকম পরিষেবা সরকারকে প্রদান করতে হবে। এবং ওই ঘটনায় দোষীকে অবিলম্বে উপযুক্ত শাস্তি দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 6 =