নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বক্রেশ্বর :: মঙ্গলবার ২৭,আগস্ট :: আর জি করের চিকিৎসকের মৃত্যুর ঘটনাতে তোলপাড় গোটা রাজ্য গোটা দেশ প্রতিটি জায়গায় বিক্ষোভ মিছিল থেকে শুরু করে অবরোধ আবার কোথাও ধরনায় বসছেন সকল মানুষ ।
প্রতিটি জায়গার পাশাপাশি বিক্ষোভের আচ পড়তে দেখা গেল বীরভূমের বক্রেশ্বরে। রবিবার দেখা যায় সকল মানুষ একত্রিত হয়ে পায়ে পা মিলিয়ে প্রতিবাদ মিছিলে শামিল হয়েছে।
এই মিছিলটি বক্রেশ্বরের সিপিএম পার্টি অফিস থেকে শুরু করে গোটা গ্রাম ঘুরে এবং শেষ হয় বক্রেশ্বর বাসস্ট্যান্ডে। এছাড়া প্রতিবাদী মানুষদের মুখে একটাই সুর শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারী সুরক্ষা দিতে পারছেন না তিনি নারী সুরক্ষার ব্যর্থ।
তিনি তীব্র ভাষায় মুখ্যমন্ত্রীর সরকারকে ধিক্কার জানায় এবং অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও করেন তিনি। এর পাশাপাশি অবিলম্বে যাতে দোষীরা ধরা পড়ে এবং সেই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেছেন তারা।সকলের হাতে প্ল্যাকার্ড ব্যানার নিয়ে তারা প্রতিবাদে নেমে পড়েছে । রাজ্য সরকারের বিরুদ্ধেও প্রতিবাদ করতে শোনা যায় ।