সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: বৃহস্পতিবার ১৫,আগস্ট :: আর জি করের ঘটনায় ইতিমধ্যেই গোটা রাজ্য তোলপাড় হয়ে উঠেছে। কর্তব্যরত মহিলা তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় কার্যত ফুঁসছে বাংলা তথা গোটা দেশ । জুনিয়র চিকিৎসকেরা কার্যত লাগাতার কর্ম বিরতির ডাক দিয়েছেন।
এবার স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাতের রাজপথে সুবিচারের আশায় পথে নামল রাজ্যের বিভিন্ন প্রান্তের মহিলারা। গোটা রাজ্যজুড়ে স্বাধীনতা দিবসের আগে নারী নিরাপত্তা নিয়ে কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। সেই কর্মসূচির মেনে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় রাত বারোটায় পথে নামেন মহিলারা।
মূলত এদিন তাদের দাবী ছিল আরজি কর হাসপাতালের ঘটনায় যুক্ত অভিযুক্তেদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং রাজ্যের নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করা ।
৭৮ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে এসে কার্যত নারী নিরাপত্তা সুনিশ্চিত করার দাবী নিয়েই রাতের রাজপথের দখল নিলেন হাজার হাজার মহিলা। দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর, সোনারপুর, কাকদ্বীপ, কানিং , জয়নগর , গঙ্গাসাগর , ডায়মন্ডহারবার , বিষ্ণুপুর সহ একাধিক জায়গায় এই কর্মসূচি পালন করা হয়।