নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: শনিবার ৯,আগস্ট :: আজ ৯ আগস্ট, আরজি কর হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার এক বছর পার। আরজি কর কাণ্ডের ১ বছরে আজ নিহত তরুণী চিকিৎসকের পরিবারের তরফে ‘নবান্ন অভিযান’ এর ডাক দেওয়া হয়েছে।মিছিল রুখতে তৎপর পুলিশ, রানি রাসমণি অ্যাভিনিউতে আঁটসাঁট নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। প্রত্যেকটি রাস্তায় প্রায় ১৩ ফুট উচ্চতার লোহার ব্যারিকেড দিয়ে দুর্ভেদ্য লৌহকপাট তৈরি করা হয়েছে। কলকাতা পুলিশের তরফে বারংবার মাইকিং করা হচ্ছে।
সিসি ক্যামেরা বসানো হয়েছে, তৈরি জলকামান, ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। ‘আইন মেনে চলুন’, ‘শান্তি বজায় রাখুন’, ‘ডোন্ট ক্রস দ্য লাইন’ ইত্যাদি ব্যানার দেওয়া হয়েছে পুলিশের তরফে। পাশাপাশি, রেড রোডেও একাধিক সুবিশাল কন্টেনার প্রস্তুত রাখা হয়েছে।