আর্থিক অনটনের জন্য থাইল্যান্ড যোগা চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারেনি কৃষ্ণনগরের মেয়ে সুনয়না।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: রবিবার ১৮,জুন :: বাবা হাসপাতালের অস্থায়ী রক্ষী এবং অবসর সময় টোটো চালান। মা গৃহবধু। পরিবারে দুই মেয়ের মধ্যে তাদের ছোট মেয়ে সুনয়না জীবনের শুরুতেই যেন একটা হোঁচট খেল। রাজ্য থেকে দশজন বাছাই হয়েছিল থাইল্যান্ডে যোগা চ্যাম্পিয়ন শিপে অংশ নেওয়ার জন্য কিন্তু আর্থিক অনটনের জন্য যাওয়া হয়ে ওঠেনি।

জেলা তথা রাজ্য সবেতেই সাফল্য এসেছে বছর ১৩ র অষ্টম শ্রেণীর ছাত্রী সুনয়না দাসের। লক্ষ্য অনেক দূর কিন্তু বাধ সাধছে অর্থ। এই বয়সে একের পর এক হার্ডেলস পেরচ্ছে সুনয়না। নদিয়া জেলার হয়ে প্রতিনিধিত্ব করে স্টেট যোগা চ্যাম্পিয়ন হয়ে যোগা কুমারীর খেতাব জিতেছে। কিন্তু থাইল্যান্ডে না যেতে পারার আক্ষেপটা রয়েই গেছে।

মা ঝুমা দাস জানান, মেয়ের ছোট থেকে যোগার প্রতি নেশা ছিল। সেটাকে পুনরায় পেশা হিসেবে বেছে নেয় সে। বয়স মাত্র ১৩ তার মধ্যে একের পর এক সাফল্য তার হাতের নাগালে এসেছে ঠিকই কিন্তু অভাবের সংসারে অর্থের কারনে থাইল্যান্ডে যেতে পারেনি এই আক্ষেপটা যেন কোন মতেই ভুলতে পারছে না সুনয়নার মা ও বাবা।

সুনয়নার মা ঝুমা দেবী বলেন মেয়ে সাফল্যকে এগিয়ে যেতে স্পন্সররা এগিয়ে আসুক সাহায্য করুক মেয়েকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 12 =