আর্থিক অসচ্ছলতা,গৃহ শিক্ষক নেই,স্কুলে যেতে সাহায্য নিতে হয় অন্যের, প্রতিবন্ধকতা অনেক,তবে মনের জোরে মাধ্যমিক পরীক্ষায় পোলবার মহসিনা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পোলবা :: মাধ্যমিক জীবনের প্রথম বড় পরীক্ষা, সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজের পায়ে দাঁড়াতে চায় অনেকেই।দু পায়ে হাঁটতে পারেনা পোলবার মহসিনা।হাঁটু দিয়ে হাঁটে, তার লড়াইটা একটু অন্যরকম।
পোলবার কাশ্বারার বাসিন্দা মহসিনা খাতুনের যখন ছয় বছর বয়স হঠাৎই একদিন জ্বর সর্দি হয়।

চিকিৎসা করালেও পুরো সুস্থ হয়ে ওঠেনি সে। নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলে। বাবা একটি কারখানার শ্রমিক মা পরিচারিকার কাজ করে যতটুকু উপার্জন করে তা দিয়ে কোনরকমে চলে সংসার। মেয়ের ভালো চিকিৎসা করাতে পারেননি। তবে মেয়ের পড়াশোনার জন্য কোনদিনও বাধা হয়ে দাঁড়ায়নি তার বাবা-মায়ের আর্থিক অসচ্ছলতা।

তারা উৎসাহ জুগিয়েছে মেয়েকে। নিজের জেদ আর লড়াই করে নিজেকে তৈরি করেছে মহসিনা। আলিনগর ইয়াসিন মন্ডল শিক্ষানিকেতন স্কুলে পড়াশোনা করে। এবছর সে মাধ্যমিক পরীক্ষার দিচ্ছে। সুগন্ধা হাইস্কুলে তার সিট পড়েছে। নিজের পায়ে হাঁটতে বা সোজা হয়ে দাঁড়াতে পারে না ,তাই হাঁটু মুড়ে বাসে করে মায়ের সাথে আজ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে এসে পৌঁছয় মোহসিনা । সে জানায়, মাধ্যমিক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে নিজের পায়ে দাঁড়াবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 7 =