নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: হাওড়ার জগৎবল্লভপুরের একটি স্কুলের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে আর্থিক তছরুপ সহ একাধিক অভিযোগ তুলে পড়লো পোস্টার। বিক্ষোভ ও পথ অবরোধ হলো।
জানা গেছে, জগৎবল্লভপুর বড়গাছিয়ার একটি স্কুলে প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ এনে স্কুলে পড়েছে একাধিক পোস্টার। পোস্টারে লেখা আছে স্কুলের সরকারি টাকা নিজেদের ব্যক্তিগত অ্যাকাউন্টে কেন গেল জবাব দাও।
মিড ডে মিলের দৈনন্দিন খাবার স্কুল থেকে পাচার কিভাবে হচ্ছে এছাড়াও স্কুল পড়ুয়াদের পোশাকের ক্ষেত্রেও আর্থিক দুর্নীতির সহ একাধিক গুরুতর অভিযোগ এনেই এই পোস্টার পড়ে। বৃহস্পতিবার বেলা বাড়তেই এই পোস্টার ঘিরে স্কুলে উত্তেজনা ছড়ায়। শুরু হয় বিক্ষোভ।