সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ১৪,ফেব্রুয়ারি :: আনন্দময়ী কালীবাড়ি শুধু শিলিগুড়ি শহরে নয় শহরের বাইরেও রয়েছে যথেষ্ট প্রসিদ্ধি । এদিন আনন্দময়ী কালী বাড়ির ৯৯ তম প্রতিষ্ঠা বর্ষ। প্রতিবছর আনন্দময়ী কালী বাড়ির প্রতিষ্ঠা বর্ষে ঘটাকরে পুজোর আয়োজন করা হয়ে থাকে। এবছরও ঘটা করে পূজো অনুষ্ঠিত হবে।
আগামী বছর হবে ১০০ বছর পূর্তি সেই উপলক্ষে বেশ কিছু কর্মসূচি থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কালিবাড়ি কর্তৃপক্ষ। আজ ৯৯ তম প্রতিষ্ঠা বর্ষ, সেই উপলক্ষে রাত দশটা থেকে পুজো শুরু হবে নির্দিষ্ট বিধি-বিধান মেনে। এরপর আগামীকাল সকাল থেকে সর্বসাধারণের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকবে এমনটাই জানিয়েছে আনন্দময়ী কালীবাড়ি মন্দির কর্তৃপক্ষ।