নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: সোমবার ২৯,ডিসেম্বর :: দার্জিলিং থেকে দিঘা—রাজ্য জুড়েই কনকনে ঠান্ডার দাপট। শীতের কামড়ে নাজেহাল সাধারণ মানুষ। প্রশ্ন একটাই, আর কতদিন এমন ঠান্ডা থাকবে?
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আপাতত শীতের দাপট বজায় থাকলেও খুব শিগগিরই তাপমাত্রায় বদল আসতে পারে।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৯ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ১৪ ডিগ্রি। সকালে হালকা কুয়াশার সম্ভাবনা থাকলেও কোনও সতর্কতা জারি হয়নি। তাপমাত্রায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত নেই। রাজ্যের শীতলতম জায়গা দার্জিলিং—সেখানে পারদ নেমেছে ৪.২ ডিগ্রিতে।
দক্ষিণবঙ্গে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে বাঁকুড়ায়, ৯.৩ ডিগ্রি। উত্তরবঙ্গের সমতলে আলিপুরদুয়ারে তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, ৩১ ডিসেম্বরের পর থেকে কলকাতা ও গাঙ্গেয় উপত্যকায় ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে।
৩ জানুয়ারি কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির আশপাশে পৌঁছাতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও একই ছবি দেখা যাবে। তবে উত্তরবঙ্গে আপাতত তাপমাত্রার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই—সেখানে কনকনে ঠান্ডা আরও কিছুদিন বজায় থাকবে।

