সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: সোমবার ১২,অগাস্ট :: কলকাতা আর জি কর হাসপাতালে কর্মরত অবস্থায় তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতিতে।
চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদে সোমবার জেলায় জেলায় সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলিতে কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা। সোমবার সকাল থেকে ডায়মন্ড হারবার গভমেন্ট মেডিকেল কলেজে জুনিয়র চিকিৎসাকেরা সকাল থেকে কর্ম বিরতি ঘোষণা করেছে।
এরফলে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে সমস্ত বহির বিভাগ ও অন্তর বিভাগে চিকিৎসা পরিষেবা ব্যাহত।দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেও ঘোষণা করেছেন তাঁরা। ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকদের দাবি, অভিযুক্তকে গ্রেপ্তার, তার বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত এবং তাকে প্রাণদণ্ড।
ঘটনার দিন সিসিটিভি ক্যামেরায় যে ফুটেজ ধরা পড়েছে, ময়নাতদন্তের রিপোর্ট সবটাই আন্দোলনকারী চিকিৎসকদের জানাতে হবে। তদন্ত প্রক্রিয়া গোপন করা যাবে না। এ বিষয়ে এক জুনিয়র চিকিৎসক জানান, আর জি কর হাসপাতালে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। আমরা এই ঘটনা তীব্র নিন্দা জানাই। যতক্ষণ না পর্যন্ত এই ঘটনা মূল অভিযুক্তদের গ্রেপ্তার না করা হবে আমাদের এই আন্দোলন চলবে।