নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: শুক্রবার ১৮,অক্টোবর :: আর জি করের ঘটনায় “জাগো নারী জাগো” সংগঠনের সিজিও কমপ্লেক্স অভিযান। যেখানে সামিল আসা কর্মী, ডাক্তার, নার্স, মিড ডে মিল কর্মী, অঙ্গনওয়ারী কর্মী সহ বিভিন্ন স্তরের মহিলারা।
বিভিন্ন স্তরের মহিলারা সল্টলেক করুণাময়ীতে জামায়েত হয়। সেখান থেকেই মিছিল করে সিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তরে গিয়ে ডেপুটেশন জমা দেবে তারা। আর জি করের ঘটনায় সিবিআই যে চার্জ সিট্ জমা দিয়েছিল আদালতে তা নিয়েই ক্ষোভ প্রকাশ। চার্জ সিটে উল্লেখ করা হয় সিভিক ভলেন্টিয়ার এর কথা।
আন্দোলনকারীদের দাবি আর জি করের ঘটনা শুধুমাত্র একজন সিভিক ভলেন্টিয়ার এর পক্ষে ঘটানো সম্ভব নয়। এর পিছনে বড় চক্র কাজ করছে। সঠিকভাবে তদন্ত করে সেই চক্রের সাথে যারা যুক্ত তাদেরকে সামনে আনতে হবে এই দাবিতে এই মিছিল।