নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নন্দীগ্রাম :: রবিবার ১৮,আগস্ট :: নন্দীগ্রাম ১ব্লকের গোকুলনগরের পঞ্চানন তলায় এলাকায় বাড়ি। পরিবারের একমাত্র উপার্জনের লোক অর্থাৎ কর্তা চেন্নাইতে কাজ করে। গত পঞ্চায়েত নির্বাচনের আগেই এই পরিবার(দাস পরিবার) আদি বিজেপি থেকে তৃণমূল যোগদান করেছিল।
কিন্তু পুনরায় বিজেপি তে ফেরার জন্য চাপ দেওয়া হচ্ছিল বলে তৃণমূল নেতৃত্বের অভিযোগ। গতরাতে বাড়িতে নাবালিকা মেয়ের সাথে ঐ গৃহবধূ একা থাকার সুবাদে স্থানীয় কিছু কিছু দুষ্কৃতী ও বিজেপি নেতৃত্ব বাড়িতে হামলা করে বলে অভিযোগ। হামলার পর ঐ মহিলাকে বিবস্ত্র করে মারধর করে ও দৌড় করানো হয়েছে বলেও দাবি তৃণমূলের।
সমগ্ৰ ঘটনায় মহিলার স্বামী লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন বলেও জানা যাচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতে স্থানীয় বিজেপির বুথ সভাপতি তাপস দাস কে গ্রেপ্তার করেছে নন্দীগ্রাম থানার পুলিশ। যদিও এই বিষয়ে বিজেপি নেতৃত্ব ও জেলা কমিটির সদস্য অভিজিৎ মাইতি বলেন, একটা পারিবারিক বিষয় কে রাজনৈতিক রং লাগিয়ে তৃণমূল তার রাজনৈতিক মাটি ফিরে পাওয়ার চেষ্টা করছে। এই ঘটনার সাথে কোনো রাজনৈতিক যোগ নেই।