আর জি কর কান্ডের জের ! কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে ৩০ জন নিরাপত্তারক্ষীর অনুমোদন দিল স্বাস্থ্য দপ্তর।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: মঙ্গলবার ১৩,আগস্ট :: আরজি কর কান্ডের জের! কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালে ৩০ জন নিরাপত্তারক্ষীর অনুমোদন দিল স্বাস্থ্যদপ্তর। ৮৭ জন নিরাপত্তারক্ষীর দরকার হলেও এই মেডিকেল কলেজে ৫৭ জন নিরাপত্তা রক্ষী ছিল।

সম্প্রতি আরো ৩০ জন নিরাপত্তারক্ষীর অনুমোদন মিলেছে। এছাড়াও সাফাই কর্মী ৩০ এবং ২০ জন ডি গ্রুপ কর্মচারী অনুমোদন স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এম জে এন মেডিকেল কলেজ হাসপাতালের জন্য করা হয়েছে ।

পাশাপাশি মেডিকেল কলেজ ও হাসপাতালে একাধিক ক্যাম্পাসে বেশ কয়েকটি গেট রয়েছে। সেগুলোর অবস্থা নিয়েও এদিন পূর্ত দপ্তরের আধিকারিকদের সাথে আলোচনা করেন মেডিকেল কলেজ কতৃপক্ষ। পাশাপাশি পুলিশের সাথেও আলোচনা হয়েছে যাতে হাসপাতালের গেটের বাইরের দিকটা দেখার জন্য এবং রাতে নিরাপত্তার জন্য।

উল্লেখ্য কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতাল বেশ কয়েকটি বিভাগ রয়েছে যেগুলো আলাদা আলাদা স্থানে । যার ফলে আলাদা আলাদা বহু গেট রয়েছে। জরুরী বিভাগে ৩টি গেট , মাতৃমা ১টি এবং ওপিডি বিভাগে রয়েছে দুটি গেট । যদিও এর মধ্যে বহু গেট বন্ধ রাখা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 10 =