আর জি কর ঘটনার প্রতিবাদে গতকাল রাজ্য জুড়ে মেয়েদের রাত দখল কর্মসূচি পালিত হয়।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ৫,সেপ্টেম্বর :: আর জি কর ঘটনার প্রতিবাদে গতকাল রাজ্য জুড়ে মেয়েদের রাত দখল কর্মসূচি পালিত হয়। মালদা শহরের পোস্ট অফিস মোড়েও সেই কর্মসূচির আয়োজন হয়েছিল। সেই কর্মসূচি শেষ হওয়ার পর দেখা যায় পোস্ট অফিস মোড়ে শাসকদলের দলীয় পতাকা কেউ বা কারা খুলে মাটিতে ফেলে দিয়েছে।

এই ঘটনায় সরাসরি বিজেপিকে আক্রমণ করেছে জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি। তিনি বলেন, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে প্রশাসনের উচিত উপযুক্ত ব্যবস্থা নেওয়া। একেকটি ঝান্ডা খোলার পরিবর্তে বিজেপির ৫০ জন কর্মীর চামড়া খুলে নেওয়ার ক্ষমতা আমাদের আছে। কিন্তু আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি।

এ নিয়ে পাল্টা শাসকদলকে আক্রমণ করেছে বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভাপতি পার্থসারথি ঘোষ। তিনি বলেন, আর জি কর নিয়ে গণ আন্দোলন চলছে। রাজ্যের মানুষ শাসকদলের ওপর কতটা ক্ষিপ্ত তা প্রতিদিনই টের পাওয়া যাচ্ছে। জনমানুষের ক্ষোভ শাসক দলের পতাকার উপর দিয়ে যাচ্ছে, এটাই তাদের ভাগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + sixteen =