নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁথি :: বৃহস্পতিবার ১৯,সেপ্টেম্বর :: আর.জি.কর মেডিক্যালে নারকীয় হত্যাকাণ্ড , ধর্ষনের প্রতিবাদে ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে কাঁথিতে হাজার হাজার কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মহা মিছিল কাঁথির ভবতারিণী মন্দির থেকে পোস্ট অফিস মোড় হয়ে কাঁথি শহরের মেছেদা বাইপাসে একটি সভা করেন শুভেন্দু অধিকারী।।
এদিনের সভা মঞ্চ থেকে তিনি একাধিক ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করেন। এদিন শুভেন্দু বলেন- কেউ একজন লোকসভা ভোটের আগে এসেছিলেন, বলে গেছিলেন – অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর চাই। আর আপনারা পিসি ভাইপো মুক্ত পূর্ব মেদিনীপুর করেছেন।
আর জি কর কাণ্ড নিয়ে শুভেন্দু বলেন- এটি কোন সাধারণ ঘটনা ছিল না, এটি ছিল সরকারি ধর্ষণ এবং খুন। ব্যাপার বেদনা কষ্ট হলে স্বাভাবিকভাবে চোখ থেকে জল পড়ে, কিন্তু ডাক্তারি বোনের চোখ থেকে রক্ত পড়ছিল।
নরখাদকরা কিভাবে অত্যাচার করেছিল তা এই চোখ থেকে পড়া রক্ত থেকে অনুমান করতে পারেন। একটা রুমে ধর্ষণ খুন হয়েছে, অন্য রুমে এনে রেখেছে। জামা কাপড় পাল্টেছে, বেসিন পাল্টেছে, ব্লাড স্যাম্পল পাল্টেছে। মমতা ও মমতার পুলিশের লোকেরা।
আমরা তো তোমাকে ভোটে হারাবো। নন্দীগ্রামে হারিয়েছি, আর একবার আসবেন নাকি হারাতে? ইচ্ছা আছে নাকি পিসিমণি? আপনি যদি না আসেন, আপনি যেখানে দাঁড়াবেন সেখানে গিয়ে আমি আপনাকে হারিয়ে দিয়ে আসব। এভাবে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী।
একটা মায়ের একটা বোনের একটা মেয়ের তার সম্ভ্রম তার ইজ্জত তার নারিত্ব তার মাতৃত্ব টাকা দিয়ে কেনা যায় না মাননীয় মুখ্যমন্ত্রী। পুলিশ বাবা পার করেগা। ভোটের আগে বিজেপি নেতাদের গ্রেপ্তার নিয়ে, এভাবেই পুলিশকে কটাক্ষ করেন শুভেন্দু।