নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চন্দ্রকোনা :: সোমবার ২২,ডিসেম্বর :: অবশেষে বহু দিনের সমস্যার সমাধান হতে চলেছে। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের খুড়শি এলাকায় তৈরি হচ্ছে কংক্রিটের সেতু। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে এলাকাবাসীর। বন্ধ হবে বেহাল সেতু দিয়ে ঝুঁকির পারাপার।
নতুন সেতু নির্মাণে এলাকার মান উন্নয়ন ঘটবে। তাই ১৫ থেকে ১৬ টি গ্রামের মানুষদের চরম সমস্যার মধ্যে যাতায়াত করতে হতো। মুমূর্ষ রোগী থেকে স্কুল পড়ুয়া, প্রত্যেককেই বেহাল সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হতো।
গর্ভবতী প্রস্তুতিদের নিয়ে যাওয়া যেত না অ্যাম্বুলেন্সে। অপর প্রান্তে দাঁড়িয়ে থাকতে অ্যাম্বুলেন্স গর্ভবতী প্রস্তুতিদের হাঁটিয়ে বেহাল সেতুর উপর দিয়ে গিয়ে পৌঁছতে হতো অ্যাম্বুলেন্সে ।
শুধু ১৫ থেকে ১৬ টি গ্রামের মানুষ নয় পাশাপাশি প্রচুর মানুষ উপকৃত হবেন এই নতুন কংক্রিটের ব্রিজ নির্মাণ হলে। চন্দ্রকোনা মূলত কৃষি প্রধান এলাকা। গ্রামের কৃষি প্রধান এলাকার কংক্রিট এর সেতু নির্মাণ কৃষকরা খুবই উপকৃত হবেন কৃষিজ পণ্য বাজার জাত করতে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে খুশি এলাকাবাসী।
সেতু নির্মাণের জন্য বরাদ্দ ৭৩.৪৭ লক্ষ টাকা। চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বিডিও উৎপল পাইক, পঞ্চায়েত সমিতির সভাপতি আলোক ঘোষ পরিদর্শনে আসেন। ব্রিজের কাজ ঘুরে দেখেন।
সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং ব্রিজের কাজের গুণগতমান সম্পর্কে খতিয়ে দেখেন। এলাকাবাসী সন্তোষ জানা জানান, ‘দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। আমরা খুবই খুশি।
আমাদের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হতো এর আগে বহু নিত্যযাত্রী ভাঙ্গা ব্রিজ থেকে পড়ে আহত হয়েছে।’ চন্দ্রকোনা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি আলোক ঘোষ জানান,’ দীর্ঘদিনের সমস্যার সমাধান হতে চলেছে।
সেতুটি তৈরি হলে এলাকার ১০ থেকে ১৫ টি গ্রামের মানুষের দুর্ভোগ কমবে। রাস্তাঘাট ভালো হলে এলাকার যেমন মানোন্নয়ন ঘটবে পাশাপাশি কৃষি নির্ভর এলাকা কৃষিজ পণ্য বাজারযাত হবে।

