নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হরিশ্চন্দ্রপুর :: বুধবার ১২,জুন :: ছোট গ্রাম।কিন্তু সেই গ্রামের ভোল পাল্টে দেওয়ার চেষ্টা করছেন বয়স পঁয়ত্রিশের যুবক।কাজের সন্ধানে ভিনরাজ্যে যাওয়া বেকার যুবকদের ফিরিয়ে এনে গ্রামে থেকেই রোজগারের পথ দেখাচ্ছেন তিনি।

মনসুরের ডাকে ইতিমধ্যে ভিনরাজ্যের কাজ ছেড়ে প্রায় ৫০ জন যুবক মনসুরের কারখানায় কাজে যোগ দিয়েছেন। সেখানে মেয়েদের ট্র্যাডিশনাল পোশাকের উপরে এমব্রয়ডারি ডিজাইন তোলা হয় জাপান কানাডা,তুর্কি,আমেরিকার মতো দেশে এই পোশাক যাবে। সোমবার কারখানাটির উদ্ভোধন করেন মালদহ জেলা পরিষদের সদস্য মর্জিনা খাতুন।